বলিউড তারকাদের কিছু বেফাঁস মন্তব্য…

Showbiz Uncategorized


মাঝে মাঝেই বেফাঁস মন্তব্য করে ফেঁসে যান বলিউড তারকারা। আমির-শাহরুখ থেকে শুরু করে বলিউডের অনেক তারকাকেই বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়তে হয়েছে। কখনও ক্যামেরার সামনে, কখনও বা পিছনে-নানা সময় বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হন তারা। অনেকের মন্তব্যে তো কখনো কখনো হইচইও বেধে যায়। তাহলে দেখে নিন বলিউড তারকাদের তেমনই কিছু বেফাঁস মন্তব্য।

আমির খান
বলিউডের এ তারকার একটি মন্তব্য নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন আমির, শাহরুখ মাঝে মাঝেই আমার পা চাটে, তখন আমি তাকে বিস্কুট খাওয়াই। পরবর্তী প্রশ্নের আগে বলতে চাই যে শাহরুখ হল আমার পোষা কুকুরের নাম।’

সালমান খান
এক প্রশ্নের উত্তরে সালমান বলেছিলেন, আমি এখনও ভার্জিন। আমার হবু স্ত্রীর জন্যই এই ভার্জিনিটি বাঁচিয়ে রেখেছি।

শাহরুখ খান
আমি বন্ধু বানাতে পারি না, নিজের মতোই থাকি। আমার ভালবাসাও সবসময় প্রকাশ করি না। নিজেকে নিয়ে এমনই বেফাঁস মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন বলিউডের কিং খান।

হৃতিক রোশন
বলিউডের এ তারকা বলেছিলেন, আমি ছোটোবেলায় তোতলা ছিলাম। তোতলামি করেই আমার ছেলেবেলাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে।

দীপিকা পাডুকোন
রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর করন জোহরের টক-শো ‘কফি উইথ কর্ণ’-এ এসে দীপিকা বলেছিলেন, তিনি নাকি রণবীরকে এক প্যাকেট কন্ডোম উপহার দিতে চান। রণবীর নাকি কন্ডোম সবচেয়ে বেশি ব্যবহার করেন।

আলিয়া ভাট
মাঝে মাঝেই আলিয়ার নানা বিচিত্র মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। আলিয়াও নাকি বিষয়টাকে বেশ উপভোগ করেন। একবার তিনি বলেছিলেন, ‘‘আমি অন্ধকারকে ভয় পাই, তাই সবসময় আলো জ্বালিয়ে ঘুমাই। বিমানে চড়া তো একদমই অপছন্দ।

শহিদ কাপুর
কাজ নিয়ে নাকি খুবই প্রফেশনাল শহিদ। সবরকম চরিত্রেই সমান সাবলীল তিনি। শাহিদের কথায়, ‘যদি ডিরেক্টর চান আমি গরু বা মহিষের সঙ্গে কাজ করি, তা হলে চরিত্রের প্রয়োজনে সেটা করতেও রাজি আছি।’

সিদ্ধার্থ মালহোত্রা
বলিউডে পা দিয়েই নিজের আসন এক রকম পাকা করে নিয়েছেন সিদ্ধার্থ। তিনি কি বলেছিলেন জানেন? ‘আলিয়াকে চুমু খাওয়াটা খুবই বোরিং কাজ, বরং দীপিকাকে চুমু খেতে বেশি পছন্দ করেন তিনি!

বিদ্যা বালান
নতুন বাড়ি কিনতে নাকি ঘুষ দিয়েছিলেন বিদ্যা! প্রকাশ্যে সে কথা স্বীকারও করেছেন নায়িকা!

কারিনা কাপুর
সাইফ ঘরণী বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। ক্যামেরার সামনে মাঝে মাঝেই নানা বিস্ফোরক মন্তব্য করে ফেলেন তিনি। একবার সালমান খানকে নিয়ে এ নায়িকা বলেছিলেন, ‘‘আমি একেবারেই সালমানের ভক্ত নই। তাকে পছন্দও করি না। সালমান বড় মাপের অভিনেতা নয়।’

রণবীর কাপুর
চকলেট বয় রণবীরের মহিলা ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তার নানা অ্যাফেয়ারের কথাও শোনা গিয়েছে। রণবীর বলেছিলেন, ‘হ্যাঁ, আমি এক জনকে ঠকিয়েছি।’ তবে কাকে, কখন ঠকিয়েছেন, সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি তিনি।

আমিশা প্যাটেল
আমিশার দিকে আঙুল তুলে মডেল ও অভিনেতা কুশল টন্ডন বলেছিলেন, মুম্বাইয়ের একটি সিনেমা হলে জাতীয় সংগীত চলার সময় আমিশা নাকি বসেছিলেন। এই মন্তব্যে বেজায় চটেছিলেন নায়িকা। কুশলকে পাল্টা বলেছিলেন, ‘আমার ঋতুস্রাব চলছিল, তাই দাঁড়াতে পারিনি। উঠে দাঁড়ালে লজ্জাকর পরিস্থিতি হত। এখন সব মেয়েদের উচিৎ কুশলকে গিয়ে থাপ্পড় মারা। সূত্র: আনন্দবাজার

বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/আরাফাত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *